ভালুকায় রাবেয়া বসরী মেমোরিয়াল একাডেমি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় রাবেয়া বসরী মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী লবণকোটা এলাকায় রাবেয়া বসরী মেমোরিয়াল একাডেমির ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
রাবেয়া বসরী মেমোরিয়াল একাডেমি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা হোসনা এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজ্বী রফিকুল ইসলাম।
রাবেয়া বসরী মেমোরিয়াল একাডেমির বিদ্যালয় কমিটির সভাপতি মোঃ আবুল হাশেম, বারবেয়া বসরী মেমোরিয়াল একাডেমি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ রহুল আমিন সরকার,রাবেয়া বসরী মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক হযরত মাওলানা মোঃ ওপর ফারুক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটি সম্মানিত সদস্য মোঃ আবুল বাসার,অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
,