স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকায় লাভেলোইসক্রিম ফ্যাক্টরির এক শ্রমিক লিটন মিয়ার (৪৬)রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত লিটন মিয়া ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গাবরাখালী এলাকার গ্রামের মৃত শাহ মোহাম্মদ শাহের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে ভালুকা উপজেলার মেহেরাবাড়ী লাভেলো আইসক্রিম ফ্যাক্টরিতে এ ঘটনাটি ঘটে।
পুলিশ জানা যায়,লিটন মিয়া কাজ করার এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তার এক সহকর্মী প্রথমে লাভেলো আইসক্রিম ফ্যাক্টরি পাশের এক ফার্মেসীতে নিয়ে যায় প্রেসার বেশী থাকায় ফার্মেসী কর্তৃপক্ষ তাকে হাসপাতালে পাঠায়।পরে তার সহকর্মীরা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা লাভেলো আইসক্রিম ফ্যাক্টরি সায়েদুর রহমান এসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর কাছে জানতে চাইলে বক্তব্য দিতে নারাজ। ভালুকা
মডেল থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম বলেন,নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।