বিশেষ প্রতিনিধিঃ সাইফুল ইসলাম
ময়মনসিংহের ভালুকা ০৫ টি চোরাই অটো উদ্ধার ও ০২ টি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তামিল করায় বিশেষ পুরস্কার প্রাপ্তি।
সোমবার ২১আগস্ট ময়মনসিংহ জেলার জুলাই/২৩ মাসের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়। মাসিক কল্যাণ সভায় জুলাই/২৩ মাসের সামগ্রিক পারফরমেন্স পর্যালোচনায় এসআই(নি:) নূর কাশেম এবং এসআই নূর কাসেম, এস আই আবুল কালাম আজাদ ০৫ টি চোরাই অটো উদ্ধার ও আসামী গ্রেফতার করায় এবং এএসআই পাইলট ভৌমিক ও কং/১৫৬২ আব্দুল মান্নানকে ০২ টি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তামিল করায় বিশেষ পুরষ্কার হিসেবে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইঁয়া মহোদয় বিশেষ পুরষ্কার প্রদান করেন।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এস আই নূর কাসেম, এস আই আবুল কালাম আজাদ, এএসআই পাইলট ভৌমিক সুযোগ্য পুলিশ সুপার স্যার,ময়মনসিংহ ও অতিরিক্ত পুলিশ সুপার,গফরগাঁও সার্কেল ও ভালুকা মডেল থানার ওসি মোঃ কামাল হোসেন মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে।