সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহেল ভালুকায় অভিযান চালিয়ে ৯ লাখ টাকা মূল্যের ১৪০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এসময় খোরশেদ আলম (৩৮) নামে একজনকে আটক করে পুলিশ।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে পুলিশ জানায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উথুরা ইউনিয়নের বনগাঁও চান্দের বাজারে অভিযান চালিয়ে খোরশেদ স্টোর নামের দোকান থেকে ১৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেন ভালুকা মডেল থানার এস আই নজরুল ইসলাম। এসময় খোরশেদ স্টোরের মালিক ওই এলাকার ইউসুফ আলীর ছেলে খোরশেদ আলমকে আটক করে পুলিশ।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ভারতের সীমান্ত ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ৭ হাজার কেজি ওজনের ১৪০ বস্তা চিনি জব্দ করেছে পুলিশ। যার বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। এ ঘটনায় ধোবাউড়া থানার ঘোষগাঁও এলাকার বাবুল মিয়ার ছেলে মোঃ রুহুল আমীন (২৬) নামে আরেকজন পলাতক রয়েছে বলে জানান তিনি।
এ সংক্রান্ত ভালুকা মডেল থানার মামলা নং-০৭, তারিখ-০৫/০৪/২০২৪ ইং, ধারা-25B(1)(b)/25D, The Special Powers Act, 1974; রুজু করা হয়। বিধি মোতাবেক ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, যোগ করেন ওসি।