সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় ৯ লাখ টাকাসহ রাজীব গাজী নামে এক প্রতারককে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
পটুয়াখালীর গলাচিপা থানার বড়চর শিবাসাং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভালুকা মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান, গত ৫ ডিসেম্বর ভালুকা উপজেলার ভরাডোবা এলাকার এক্সপেরিয়েন্স টেক্সটাইল ফ্যাক্টরীতে একটি বেসরকারি কোম্পানির গ্যাস বিক্রয়ের নগদ ১০ লাখ টাকা নিয়ে ওই কোম্পানির ড্রাইভার রাজীব গাজী পালিয়ে যায়।
পরে ভালুকা মডেল থানায় কোম্পানির ম্যানেজার বাদি হয়ে মামলা করলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।