বিশেষ প্রতিনিধিঃ সাইফুল ইসলাম
১৭ই সেপ্টেম্বর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোনা সভায় বাংলাদেশ পুলিশের অভিভাবক মাননীয় আইজিপি এবং পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম কর্তৃক বিশেষ পুরস্কার লাভ করেন অফিসার ইনচার্জ কামাল হোসেন ভালুকা মডেল থানা ও তার টিমকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।
জানাযায়,ভালুকা মডেল থানার সহকর্মীদের অদম্য প্রচেষ্টার ফলে বিশেষ অভিযানে অটোরিকশা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার ও ০৫টি চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করায় বাংলাদেশ পুলিশের অভিভাবক মাননীয় আইজিপি মহোদয় অফিসার ইনচার্জ কামাল হোসেন,ভালুকা মডেল থানা ও তার টিমকে বিশেষ পুরস্কার প্রদান করেন। এছাড়াও অত্র থানার এসআই(নি:) তপু চক্রবর্তী সঙ্গীয় ফোর্স এস আই আবুল কালাম আজাদ ও এস আই নূর কাশেম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক ও ০২ জন আসামী গ্রেফতার করায় ময়মনসিংহ জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম স্যার কর্তৃক বিশেষ পুরস্কার লাভ করেন।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন সূত্রে জানা যায়,এই পুরস্কার প্রাপ্তি আমাদের আত্মবিশ্বাসকে বাড়ানোর পাশাপাশি সামনে এগিয়ে যাওয়ার কর্মস্পৃহাকেও ত্বরান্বিত করবে।সেই সাথে আইন শৃঙ্খলা এবং জনগণের জানমালের নিরাপত্তায় ভালুকা মডেল থানা পুলিশ সদস্যরা সর্বদা নিয়োজিত রয়েছেন জানিয়েছেন।