সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকা মডেল থানার সাফল্য মে/২০২৪ মাসে বিভিন্ন অপারেশনাল কাজে সফলতা অর্জন করাই মাননীয় আইজিপি মহোদয় কতৃক প্রদানকৃত ৪ টি পুরস্কার এবং ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঁইয়া ময়মনসিংহ মাসিক কল্যাণ সভায় ভালুকা মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ,ওসি তদন্ত জাহাঙ্গীর আলম সঙ্গীও অফিসার সহ তাদের হাতে ৪ টি পুরস্কার প্রদান করেন।
মঙ্গলবার জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভায় ওই পুরস্কার প্রদান করা হয়।
এসময় ভালুকা মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান,পুরস্কার সবসময় দায়িত্ববোধকে বাড়ায় এবং সেবামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহ বৃদ্ধি করে। এ পুরস্কার ভালুকা মডেল থানার সকল সহকর্মীদের অবদান। সকলের সহযোগিতায় শিল্প নগরী ভালুকাবাসীকে সেবা ও নিরাপত্তা প্রদান করতে চাই। অভিনন্দন ও প্রত্যাশা রইল তিনি কর্মের স্বীকৃতিতে উৎসাহী হয় কর্মজীবনে তিনি আরও ভালো কিছু করবেন।
এসময় তিনি কৃতজ্ঞতা জানান মাননীয় আইজিপি, জেলা পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল ও জেলার সংশ্লিষ্টদের স্যারদের প্রতি।