স্টাফ রিপোর্টারঃমার্চ/২০২৪ মাসিক কল্যাণ সভায় মাননীয় পুলিশ সুপার মহোদয় কর্তৃক জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহের সদস্যদের বিভিন্ন পারফরমেন্সে পুরস্কার প্রদান করা হয়।
পারফরমেন্স:১
গত মার্চ/২৪ মাসে অভিযান পরচিালনা করে চাঞ্ল্য কর রাজু হত্যা মামলার ঘটনায় জড়িত আরো ০৪ জন আসামী গ্রেফতার ও প্রকৃত রহস্য উদঘাটন করা হয়।
পারফরমেন্স:২
গত মার্চ/২৪ মাসে হালুয়াঘাট থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ৬০ বোতল ভারতীয় মদ,
কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬৪ গ্রাম হেরোইন।
ভালুকা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৮৫ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ১৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
উক্ত বিষয়ে জেলা গোয়েন্দো শাখা(ডিবি), ময়মনসিংহর নিম্ন বর্ণিত অফিসারগণ পুরস্কারপ্রাপ্ত হন।
অফিসার-ইনর্চাজ মোঃ ফারুক হোসেন, এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল, এসআই (নিঃ), এসআই (নিঃ) রেজাউল আমীন র্বষন, এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী, এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুনক।