নিজস্ব প্রতিবেদক এডিশনাল এসপি ( আলফা-৫ ) মোহাইমিনুল ইসলাম ট্রাফিক বিভাগ ময়মনসিংহের নেতৃত্বে আবুল মনসুর সড়ক বেটবল চত্তর মোড়ে শতাদিক মোটরসাইকেল আটক করে ট্রাফিক পুলিশ । বেপরোয়া মটরসাইকেল চালানো, হেলমেট বিহীন, নাম্বার প্লেট নেই, স্যালেন্সার পাইপ কাটা, বিকট শব্দ, অপ্রাপ্ত বয়স্ক, ড্রাইভিং লাইসেন্স নেই, গাড়ীর সঠিক কাগজপত্র নেই এসব বাইক চালকদের আটক করে জরিমানা করা ও বাকী ৬ টি মোটরসাইকেল আটক করে ট্রাফিক অফিসে রাখা হয়েছে । সেইসব মোটরসাইকেল এর বিরুদ্ধে নিয়মিত মামলা হবে বলে ট্রাফিক পুলিশ জানান । অভিযানে প্রায় ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে । বুধবার বিকালে পার্কের মোটরসাইকেল আটক অভিযানে উপস্থিত ছিলেন টি আই আবু নাসের মোহাম্মদ জহির, টি আই মোঃ মাহাবুবুর রহমান, সিনিয়র সার্জেন্ট এস এম শওকত হোসেন ও ডিবি ওসি ফারুক, ২নং ফাড়ি, এবং ট্রাফিক ফোর্স।