সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
শাহ কামাল আকন্দ দীর্ঘ ৩ বছর জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ ডিবির ওসির দায়িত্ব পালন করে বার বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।তিনি দুইবার রাষ্ট্রীয় পদক পেয়েছেন। জেলা গোয়েন্দা সংস্থার ওসি শাহ কামাল ভাইকে তার সততা এবং নিষ্ঠার পুরস্কার হিসেবে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় ময়মনসিংহ জেলা পুলিশ।
তিনি মাত্র দেড় বছর সদর থানার ওসির দায়িত্ব পালন করে ময়মনসিংহ সদর এলাকার আইনশৃঙ্খলার অবস্থার আমুল পরিবর্তন করেছেন।অপরাধীদের অভয়ারণ্য ময়মনসিংহ শহর থেকে চুরি ছিনতাই মাদক জুয়া খুন সহ নানা অপরাধের সাথে জড়িতদের বিচারের আওতায় এনেছেন এবং সাধারণ মানুষের দৌড়গড়ায় পুলিশের সেবা পৌঁছে দিয়েছেন। ময়মনসিংহ জেলা পুলিশের এ মানবিক পুলিশ কর্মকর্তা গোটা জেলার সাধারন মানুষের প্রশংসায় পঞ্চমুখ ও প্রিয় ব্যক্তি হিসেবে হৃদয়ে স্থান করে নিয়েছেন।
ওসি শাহ কামাল আকন্দ শিল্পনগরী ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন। আশা করছি মানবিক ওসি শাহ কামাল ওনার সততা,মেধা, কর্তব্যপরায়ণও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে ভালুকাবাসীর হৃদয়ে স্থান করে নিবেন।