মামুন হাসান:বিশেষ প্রতিনিধি:
৯ নং কাচিনা ইউনিয়নের শ্রমিক দল নেতা বুবেল তালুকদারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহকর্ম সংস্থান বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম বুলবুল ও ভালুকা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রমিক দল নেতা বোবেল তালুকদার গতকাল শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় হঠাৎ হার্টস্টুকে তার নিজ বাড়িতে মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বোবেল তালুকদার শ্রমিক দলের একজন সুদক্ষ সৈনিক ও সাদা মনের একজন মানুষ ছিলেন ,তার এই মৃত্যুতে তার পরিবার ও জাতীয়তাবাদী দল বিএনপি গভীরভাবে শোকাহত।
মৃত ব্যক্তির জানাজার নামাজ অনুষ্ঠিত হয় গতকাল রাত দশ ঘটিকার সময় কাদিগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে। তার জন্য দোয়া ও আর আত্মার মাগফেরাত কামনা করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ তাদের মধ্যে ভালুকা উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক রিপন সরকার,ভালুকা উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য হালিম মোল্লা,সোহেল তালুকদার, মিজানুর রহমান,সাবেক সদস্য আশরাফ উদ্দিন,কাচিনা ইউনিয়নের সাবেক সহ-সভাপতি সেলিম তালুকদার,সাবেক ছাত্রদল সভাপতি ইব্রাহিম খলিল, ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শামসুল হক সুরুজ,ভালুকা উপজেলা কৃষক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারু,এবং ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সহকর্ম সংস্থান বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম বুলবুল সহ আরো অনেকেই।
বিগত ফ্যাসিস সরকারের সময় বোবেল তালুকদার আন্দোলন সংগ্রামের যে ভূমিকা রেখেছেন এবং শ্রমিক দলের যে ভূমিকা রেখেছেন তা ভোলার নয়, কাচিনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল তালুকদার বলেছেন তার আন্দোলন সংগ্রামের যে অগ্রণী ভূমিকা ছিল তা আজীবন ইউনিয়ন বিএনপি ও আমার পরিবার মনে রাখবে এবং বোবেল তালুকদার কে যেন আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন।আমিন।