বিশেষ প্রতিনিধিঃ সাইফুল ইসলাম
ময়মনসিংহের ভালুকায় ২১ দিনেও সন্ধান মেলেনি উপজেলার বগাজান গ্রামের মো: ইছব আলীর মেয়ে নিখোঁজ তানজিনা আক্তার (১৫) এর, অভিযোগ সূত্রে জানা যায়,কিছুদিন যাবৎ পার্শ্ববর্তি সোয়াইল গ্রামের রফিকের ছেলে সাগর মিয়া (১৯) তানজিনা আক্তারকে রাস্তাঘাটে উত্যক্ত করে আসছিলো। তার প্রস্তাবে রাজি না হওয়ায় অপহরন করার হুমকি দিয়ে আসছিলো অভিযুক্ত সাগর মিয়া। পরে গত ২৩ আগস্ট তানজিনা আক্তার খালা ফরিদা আক্তারের বাড়িতে যাবার জন্য বাড়ি থেকে বাহির হলে বগাজান সাকিনস্থ আমতলি মোড় নামক স্থানে পৌছালে সাগর মিয়া ও নবীজা বেগম সহ অজ্ঞাত ২/৩ জনের সহযোগিতায় তানজিনাকে অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে নিয়ে যায় পরে তাকে আর খোঁজে পাওয়া যায়নি।পরে তানজিনা আক্তারের বাবা ইছব আলী বাদী হয়ে সোয়াইল গ্রামের মোঃ রফিকের ছেলে সাগর মিয়া (১৯),বগাজান গ্রামের আবুল হোসেনের স্ত্রী নবীজা বেগম (৪৫) কে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে সাগরের মোবাইল ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক তপু চক্রবর্তী জানান,অভিযোগ পেয়েছি তদন্ত চলছে,তদন্ত শেষ হলে বিস্তারিত বলতে পারবো।