স্টাফ রিপোর্টারঃময়মনসিংহের ভালুকায় চুরি হওয়া মটরসাইকেল উদ্ধার সহ একজনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার হবিরবাড়ী কাশর এলাকায় স্কয়ার ফ্যাক্টরি ২নং গেইটের সামনে থেকে মটরসাইকেল উদ্ধার সহ তাকে আটক করা হয়।
ভালুকা মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান গেলো ১৯ তারিখ গুবুদিয়া চানপুর বাজারে একটি লাল রঙের টিভিএস মটরসাইকেল চুরি যাওয়া তথ্য প্রযুক্তির সহায়তা এস আই হাসান উদ-দৌলা সঙ্গীও ফোর্স সহ হবিরবাড়ী কাশর এলাকায় রাতে অভিযান চালিয়ে স্কয়ার ফ্যাক্টরি সামনে থেকে মটরসাইকেল উদ্ধার সহ তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সজীব উপজেলার পালগাঁও কামারিয়া চালার এলাকার হেলাল উদ্দিনের ছেলে। সকালে আটককৃত সজীব কে আদালতে পাঠিয়েছে পুলিশ।