স্টাফ রিপোর্টারঃ আগামী ৫জুন অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে ময়মনসিংহের ভালুকা উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ০৭ জন প্রার্থীরা হলেন, গোলাম মোস্তফা (দোয়াত কলম), হাজী রফিকুল ইসলাম (আনারস), রফিকুল ইসলাম পিন্টু (কৈ মাছ), কামরুজ্জামান পিন্টু (টেলি ফোন),নজরুল ইসলাম সরকার,(ঘোড়া),ইঞ্জিনিয়ার মহিউদ্দিন (মোটর সাইকেল) ও দেওয়ান ফেরদৌস (কাপ পিরিছ) প্রতীক পেয়েছেন।
ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ০৭ জন প্রার্থীরা হলেন মোঃ এজাদুল হক পারুল (তালা), এ কে এম মোহাম্মদ আফরুজ্জামান সোহেল(মাইক), হোসাইন মোঃ রাজিব (টিয়া পাখি), আতিকুল্লাহ পাঠান (বই), মোঃ আবুল হোসাইন খোকন (উড়োজাহাজ), খন্দকার মওদুদ আহমেদ (টিউবওয়েল), হুমায়ুন আহম্মেদ হিমু (চশমা),
এ ছাড়াও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থীরা হলেন, মাহমুদা সুলতানা মুন্নি(পদ্মফুল), মোছাঃ খাদিজা আক্তার(কলস),মোছাঃ শিউলী আক্তার(ফুটবল) প্রতীক পান।