সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টারঃময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে হবিরবাড়ীর আমতলী এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়,আব্বাস আলী দেওয়ান তার স্ত্রী হাজেরা ও মেয়েকে নিয়ে নাতনীর বাসায় বেড়াতে যাওয়ার পথে রাস্তা পার হতে আইলেনের উপর দাঁড়ায়। এক পর্যায়ে তারা তিনজন রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে আসা শাহজালাল পরিবহনের একটি বাস আব্বাস আলী দেওয়ান ও স্ত্রী হাজেরাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভালুকা মডেল থানা পুলিশের এসআই আলমগীর জানায়, ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং নিহতদের লাশ থানায় নেওয়া হয়েছে। নিহতরা সখিপুর কালমেঘা এলাকার মৃত রহমান মুন্সির ছেলে আব্বাস আলী দেওয়ান ও তার স্ত্রী হাজেরা খাতুন।