স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকায় কাচিনা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) বিকেলে মো: ফারুক হোসেনকে আহবায়ক ও জোবায়ের আহমেদ হান্নানকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে উপজেলা কৃষকদল।
উপজেলা কৃষকদলের আহবায়ক মো: তারিকুল ইসলাম তারু, সিনিয়র যুগ্ন আহবায়ক মো: হুমায়ুন কবির বুলবুল ও সদস্য সচিব মো: মেজবাহ উদ্দিন মাসুদ স্বাক্ষরিত নবগঠিত কমিটিতে মো: হোসনে মোবারক হিরণকে সিনিয়র যুগ্ন আহবায়কসহ মোট ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য গত রবিবার (২৬ মে) বিকেলে কাচিনা ইউনিয়ন কৃষকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাচিনা ইউনিয়ন বিএনপি নেতা ইমরুল তালুকদার জানিয়েছেন, কর্মী সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হওয়ায় নেতাকর্মীরাও উচ্ছসিত। এসময় ভবিষ্যতে সংগঠনকে সুসংগঠিত করে দলীয় কার্যক্রমে উল্লেখ্যযোগ্য ভুমিকা রাখবে নবগঠিত কমিটি এমন আশাবাদ ব্যক্ত করেন ইউনিয়ন বিএনপির এই নেতা।