সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতিক নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইঞ্জিনিয়ার মোঃ মহিঊদ্দীন। প্রতিক পাওয়ার পর থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে গনসংযোগ ও জনগণের কাছে ভোট প্রার্থনা করে যাচ্ছেন এই প্রার্থী।
এসময় ইঞ্জিনিয়ার মোঃ মহিঊদ্দীন বলেন বর্তমানে আমি দলমত নির্বিশেষে ভালুকা উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।তিনি আরো বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাড়া পেয়েই আমি প্রচার প্রচারণায় নেমেছি। যদি নির্বাচনে আল্লাহ আমাকে জয়ী করেন তাহলে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থেকে ভালুকা উপজেলাকে একটি ‘স্মার্ট উপজেলা’ হিসেবে যা যা করার দরকার,তা করার চেষ্টা করবো, ইনশা’আল্লাহ।
এলাকার মানুষের সুখে-দুখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে ভালুকা উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।