স্টার রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকায় বিরুনীয়া শ্রমিক দলের আহব্বায়ক নাজমুল হোক সাকু গাঁজা সহ নাজমুল নামে এক জনকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
সোমবার রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিরুনিয়া ইউনিয়নের মুক্তির বাজার এলাকায় ভালুকা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নামজুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় নামজুলের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার একদল অভিযানিক দল অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় নামজুলকে গ্রেপ্তার করে গাঁজা জব্দ করে আসামীকে নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।