সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টারঃয়মনসিংহের ভালুকায় বনকুয়া আল হেরা দারুলউলুম মাদ্রাসা ছাত্র নিখোঁজ মাহির কে উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায় ২৮-৬-২০২৪ইং তারিখে নিখোঁজ হলে মাহির বাবা ৩০-৬-২০২৪ ইং তারিখে ভালুকা মডেল থানায় একটি নিখোঁজ জিডি করেন তথ্যপ্রযুক্তি সহায়তার মাধ্যমে এস আই সুমন সঙ্গীও ফোর্স সহ সোমবারে অভিযান চালিয়ে গাজীপুরের চৌরাস্তা জেনারেলের স্টোর একটি খাবার হোটেল থেকে মাহির কে উদ্ধার থানা পুলিশ।পরে নিখোঁজ মাহিরকে তার বাবার হাতে তুলে দেন থানা পুলিশ।
নিখোঁজ উপজেলার উথুরা মেনজেনা গ্রামের পারভেজ মিয়ার ছেলে বনকুয়া আল হেরা দারুলউলুম মাদ্রাসার ছাত্র মাহির।