ভালুকায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর সকালে ভালুকা মডেল থানার পুলিশের আয়োজনে মডেল থানার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
ভালুকা মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গফরগাঁও সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আফরোজ নাজনীন। এসময় তিনি বলেন
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে যেন সবাই পূজা উদযাপন করতে পারে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান তিনি।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন
ময়মনসিংহের একটি অসাম্প্রদায়িক ভালুকা
যেখানে বছরের পর বছর বিভিন্ন ধর্মের ও শ্রেণীর মানুষ একই সাথে বসবাস করে আসছে। তাই আসন্ন শারদীয় দুর্গাপূজায় এই ভালুকায় অসাম্প্রদায়িক সংস্কৃতি বজায় থাকবে বলে বিশ্বাস করি। তিনি প্রত্যেকটি পূজা মণ্ডপের নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে মন্ডপ কর্তৃপক্ষকে সি সি ক্যামেরা স্থাপনের পরামর্শ প্রদান করেন। নিজস্ব ধর্মের উৎসবের জন্য যাতে অন্য সকল ধর্মের আচরণ ব্যাহত না হয় সেই দিকে সবার দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।
তিনি আরো জানান, মণ্ডপগুলোর নিরাপত্তার স্বার্থে মণ্ডপগুলোতে আনসার সদস্যের মোতায়ন নিশ্চিত করা হবে। একই সাথে সেনাবাহিনীর টহল টিম পূজা মণ্ডপগুলো নিরাপত্তায় থাকবেন। এছাড়াও সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলোর নেতাকর্মীবৃন্দগণ ভালুকায় অসাম্প্রদায়িকতা বজায় রাখার স্বার্থে পূজা মণ্ডপগুলো নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
পূজা উদযাপন কমিটির সভাপতি মলয় নন্দী মানিক, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক গণ এসময় উপস্থিত ছিলেন।