সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় বিএনপির অবরোধ অগ্নিসংযোগ খুন ও নৈরাজ্যের প্রতিবাদে মটরসাইকেল শোডাউন দিয়ে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি নেতৃত্বে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুরে নিজস্ব দলীয় কার্যালয় থেকে মটরসাইকেল শোডাউন মিছিল টি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহা সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মিলনায়তন হয়ে পরে সংক্ষিপ্ত
আলোচনায় সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সওকত আলী,উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক কজিম উদ্দিন ধনু,উপজেলা তাঁতীলীগের সভাপতি,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কে বিএম সানা সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগন এসময় উপস্থিত ছিলেন।