সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনায় ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনির নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধায় সাতটায় বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেন। এ উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামীলীগ কর্তৃক নির্দেশনা অনুযায়ী ভালুকায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনির নেতৃত্ব আনন্দ মিছিলে অনুষ্ঠিত হয়।
এসময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শওকত আলী, সাবেক প্রচার সম্পাদক মো: আ: ওয়াদুদ মিয়া, মল্লিকবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী ব্রজেন দাস, সোনার বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ.ফ.ম আফজাল হাসান, উপজেলা শ্রমিকলীগের আইন বিষয়ক সম্পাদক তারেকুজ্জামান রন্টি, ভালুকা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সৃজন সরকার, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি নিউটন, সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আদি আহাম্মেদ শাকিল, সাবেক ছাত্রনেতা ফজলে রাব্বি রানা, কানন হাসান, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফিরুজা আক্তার, সাংগঠনিক আফরোজা আক্তার লিপি, উপজেলা তাঁতী লীগের প্রচার সম্পাদক শ্রী বাবুল, ধীতপুর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি রুমান খান, সাধারণ সম্পাদক বাপ্পি মিত্র প্রমূখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।