সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শীর্তাত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী মড়লবাড়ী প্রাঙ্গণে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন এর নিজস্ব অর্থায়নে এক হাজার দুস্থ ও অসহায় গরীব শীর্তাত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুনের সভাপতিত্বে,হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী,সহ সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান,উপজেলার ও স্থানীয় বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। পরে শীতবস্ত্র বিতরন শেষে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত আলাল উদ্দিন নামে একজন রোগীকে তার কর্মসংস্থানের জন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশা প্রদান করেন মোস্তাফিজুর রহমান মামুন।