সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা ইউনিয়নের ভরাডোবা টু ঘাটাইল সড়কে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সা চালকদের সাথে সড়ক দূঘর্টনা প্রতিরোধমূলক ও জনসচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সাথে সড়ক দূঘর্টনা প্রতিরোধমূলক ও জনসচেতনামূলক আলোচনা সভা আয়োজন করা
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) এর নির্দেশনায় অটোরিক্সা, সিএনজি গাড়ী ছিনতাই সহ সড়ক দূর্ঘটনা প্রতিরোধ জনসচেতনমূলক বিষয়ে এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ভরাডোবা বিট ইনচার্জ এসআই ফজিকুল ইসলাম ও সহকারী বিট ইনচার্জ বিলাস সরকার স্থানীয় অটোরিক্সা ও সিএনজি চালকদের সাথে আলোচনা সভায় নির্দেশনামূলক বক্তব্য,লিফলেট বিতরন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এসময় মতবিনিময় সভায় ২০০ জন সিএনজি অটোরিক্সা চালক উপস্থিত ছিলেন।