সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় ৫০টি স্মার্টফোন সহ একজনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার জামিরদিয়া মাষ্টারবাড়ী এলাকায় থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত সুজন চন্দ্র দাস শেরপুর নালিতাবাড়ী মৃত গোপাল চন্দ্র দাসের ছেলে।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নির্দেশে এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে এএস আই আমীর হামজা সঙ্গীও ফোর্স সহ অভিযান চালিয়ে সুজন চর্দ্র দাসকে আটক করে ৫ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ব্যান্ডের ৫০ টি স্মার্ট ফোন উদ্ধার করেন।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান,এক গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবুল আজাদ, এএসআই আমির হামজা তথ্যপ্রযুক্তি সহায়তা সঙ্গীও ফোর্স সহ অভিযান চালিয়ে ৫০টি স্মার্টফোন সহ সুজন চন্দ্র দাস কে আটক করা হয়।
পরে সকালে আসামি সুজন চন্দ্র দাস কে নিয়মিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।