সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন ব্যান্ডের ১৮টি চোরাই মোবাইল সহ চোর চক্রের ০২ সদস্য কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার দিঘারকান্দা ঢাকা বাইপাস ওয়ালটন প্লাজা শো- রুমের সামনে থেকে অভিযান চালিয়ে ১৮টি চোরাই মোবাইল সহ তাদের আটক করা হয়।
ময়মনসিংহ জেলা ডিবি ওসি জানান এক গোপন সংবাদ ভিত্তিতে এসআই(নিঃ) সুমন চন্দ্র সরকার, এসআই(নিঃ) মোহাম্মদ সাইফুল ইসলাম সঙ্গীও ফোর্সসহ অভিযান চালিয়ে ঢাকা ময়মনসিংহ বাইপাস ওয়ালটন প্লাজা শো-রুমের সামনে থেকে ১৮টি বিভিন্ন ব্যান্ডের চোরাই মোবাইল সহ ২জন কে আটক করা হয়।
আটককৃত রেদুয়ান ইসলাম রিফাত ২২ পিতা-রফিকুল ইসলাম,সাং-ধেরুয়া কারেহা,থানা-গৌরীপুর, মোঃ মাসুম (২৭), পিতা-চাঁন মিয়া, সাং-থানাঘাট।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মোবাইল চুরির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত বাকীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।আসামী বিরুদ্ধে রেদুয়ান ইসলাম রিফাত (২২)এর ০১টি ছিনতাই মামলা আছে।
উদ্ধারকৃত ১৮ টি মোবাইল সেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।