সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ডিবি পুলিশের অভিযানে ৬০বোতল ভারতীয় মদসহ ৩ জন কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া গাজীরভিটা গোরস্থানের এলাকায় থেকে ৬০বোতল ভারতীয় মদসহ ৩জনকে আটক করা হয়।
ময়মনসিংহ জেলা ডিবি ওসি ফারুক হোসেন জানান এক গোপন সংবাদ ভিত্তিতে এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল ও এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংঙ্গীও ফোর্সসহ অভিযান চালিয়ে হালুয়াঘাট হইতে ধোবাউড়া গাজীরভিটা গোরস্থানের এলাকায় থেকে ৬০বোতল ভারতীয় মদসহ তাদের আটক করা হয়।
আটককৃত এমদাদুল হক হালুয়াঘাট দক্ষিণ লামুক্তা এলাকার মৃতঃ হাবিবুর রহমানের ছেলে,জয়নাল আবেদীন ধোবাউড়া পশ্চিম মেকারকান্দা এলাকার
মৃতঃ হোসেন আলীর ছেলে, মকবুল হোসেন হালুয়াঘাট দক্ষিণ লামুক্তা এলাকার মৃতঃ তোফাজ্জল হোসেনের ছেলে।
গ্রেফতারকৃত এমদাদুল হক, জয়নাল আবেদীন,মকবুল হোসেন দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
এমদাদুল হক (৪৩) বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ০৩ জন বিরুদ্ধে হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।