ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ৫০ লক্ষ টাকার বনভুমি উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ। জানা যায়, উথুরা রেঞ্জের আংগারগাড়া বিটের চানপুর মৌজার ১৬১ নং দাগে একটি প্রভাবশালী মহল সিমানা পিলার গেড়ে ১ হেক্টর বনভুমি দখল করে বিক্রির পায়তারা করছিলো। ২ মার্চ শনিবার সকালে খবর পেয়ে আংগারগাড়া বিট কর্মকর্তা মোঃ মাজহারুল হক অভিযান চালিয়ে সিমানা পিলারগুলো জব্দ করে অফিসে নিয়ে আসেন। এ ব্যপারে আংগারগাড়া বিট কর্মকর্তা মোঃ মাজহারুল হক বলেন, একটি চক্র চানপুর মৌজার ১৬১ নং দাগে সিমানা পিলায় দিয়ে প্রায় ১ হেক্টর বনভূমি জবরদখল করে প্লট আকারে বিক্রির পায়তারা করছিলো। আমি খবর পেয়ে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে সিমানা পিলার জব্দ করে অফিসে নিয়ে আসি। এ ঘটনায় ভূমিদস্যুদের নামে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, আমি আংগারগাড়া বিটে যোগদানের পর থেকেই জবরদখল বনভুমি উদ্ধারের চেষ্টা করে আসছি, ইতিমধ্যে কিছু জবরদখলকৃত বনভুমি উদ্ধারে সক্ষম হয়েছি। সংরক্ষিত বনভুমি জবরদখল ঠেকাতে এবং বনাঞ্চল রক্ষার সর্বোচ্চ চেষ্টা করছি। উদ্ধার অভিযানে আংগারগাড়া ফরেষ্ট বিটের ফরেষ্ট ঘাট মাহমুদুল হাসান, শহিদুল ইসলামসহ অন্যান্যরা অংশগ্রহন করেন।