সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় থেকে চুরি যাওয়া একটি অটো রিকশা উদ্ধার সহ ১জনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলার গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া অটোরিকশা সহ একজনকে আটক করা হয়।
ভালুকা মডেল থানায় এক প্রেস রিলিসে ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান গত ০৯-০১-২০২৪ তারিখে ভালুকা থানাধীন স্কয়ার মাষ্টার বাড়ী এলাকা থেকে যাত্রী বেসে নান্নু সরদার ও তার সঙ্গীরা অটোরিকশাটি চুরি করলে জহিরুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে ভালুকা মডেল থানা পুলিশের একদল চৌকস অভিযানিক দল এস আই আবুল কালাম আজাদ ও তার সঙ্গীয় এস আই নূর কাশেম গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে ঘটনার সাথে জড়িত নান্নু সরদারকে আটক করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার সায়েদুলের গ্যারেজ হতে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ ।
এ ঘটনায় বৃহস্পতিবার আসামী নান্নু সরদারকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।