সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফেরাত,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৬০০ শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার ভালুকা বাজার ২নং ওয়ার্ড এলাকায় উপজেলা পৌর বিএনপি আহবায়ক আলহাজ্ব হাতেম খান এর নিজস্ব অর্থায়নে অফিস কার্যালয় ৬০০শতাধিক অসহায় পরিবারের মাঝে চাল,ডাল,তেল,চিনি,সেমাই, সাবান, ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ভালুকা উপজেলা পৌর বিএনপি আহবায়ক আলহাজ্ব হাতেম খান জানান,প্রতিবছর ন্যায় দুস্থ অসহায় পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি এবং ঈদ সামগ্রী বিতরণ আজ পঞ্চম দিন।
এসময় ভালুকা উপজেলা পৌর বিএনপি আহবায়ক আলহাজ্ব হাতেম খান বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফেরাত,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্থতা থাকার আপনাদের কাছে বিশেষ দোয়া চাই। এসময় উপজেলার ভালুকা পৌর বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।