সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় প্রেস ক্লাব ভালুকা এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬এপ্রিল(শনিবার) ক্লাবের কার্যালয়ে সকল সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রয়াত প্রবীণ সাংবাদিক,সাংস্কৃতিক,সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবি এম জিয়া উদ্দিন বাশার,তাকে শ্রদ্ধাভরে সকলেই স্মৃতি চারন করেন।
এসময় প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে,সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক,সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ূম,ভালুকা উপজেলা নির্বাহী অফিসার আলী নূর খান,ভালকা মডেল থানা অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ,ভালুকা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ,ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল সহ প্রেস ক্লাবের প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
পরিশেষে মরহুম এবি এম জিয়া উদ্দিন বাশার এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করাহয়।