সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহে মোটর বাইকের বিকট শব্দের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন ময়মনসিংহের নগরবাসী। নগরজুড়ে উচ্চ শব্দে চলাচলকারী মোটরবাইকের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। দলবেঁধে চলাচল করা এসব উচ্চ শব্দের মোটরবাইকের কারণে নগরীর পথচারী ও যাত্রীদের মধ্যে অনেক সময় আতঙ্কও দেখা দেয়।
এ বিষয়ে ডিবি ওসি মো: ফারুক হোসেন বলেন, হাইড্রলিক হর্নের বিরুদ্ধে ইতিমধ্যে ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে। যদিও এই ধরণের সাইলেন্সর নতুন সংযোজন সেহেতু এটার বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া হলেও এখন থেকে এই ধরণের বিকট শব্দের সাইলেন্সর ব্যবহারকারী বাইকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।আজকেও একটি মোটর বাইক আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।