ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার তামাট এলাকায় এক অসহায়ের জমি জোরপূর্বক দখলের চেষ্টায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। জানাযায়, ওই এলাকার জুবায়ের আলী মোল্লার ছেলে জাকির হোসেন পালগাঁও মৌজার সাবেক ১১২১,১১২০, ১১২২ নং দাগে দুই একর জমি পৈতৃক সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ভোগদখল করে আসছিলো। ভোক্তভোগী জাকির জানান, দীর্ঘদিন যাবত তার জমিটি জোরপূর্বক ভোগদখলের পায়তারা করছে ওই এলাকার মৃত ওসমান আলীর তিন ছেলে মজিবুর, রুহুল, নুরুল ইসলাম। গত ২৫ শে মার্চ সকাল তার জমিতে থাকা কয়েকটি গাছ বিক্রির জন্য পাইকার নিয়ে গেলে উল্লেখিত ব্যাক্তিরা আরও অজ্ঞাত চার পাঁচ জন মিলে জাকির ও তার লোকজনের ওপর চড়াও হয়ে গালমন্দ শুরু করে। এ ঘটনায় জাকির বাদী হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ করলে উল্টো কয়েকজন গণমাধ্যম কর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেটাস দিয়ে হুমকি প্রধান করে। ফেসবুক স্টেটাসে ওই এলাকার সাধারণ জনগণ কার্জন শিকদার ও তার পিতা রশিদ শিকদারকে জড়িয়ে কুরুচিপূর্ণ কথা লেখা হয়। এ ঘটনায় কার্জন শিকদার ও রশিদ শিকদার জানায় ২ গণমাধ্যম কর্মী তাদের মানসম্মান ক্ষুন্ন করতে ফেসবুকে এমন স্টেটাস দিয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।